মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. সামিউল

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার (তুষার) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ের ১২ম ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের রেজি:/সংস্থাপন/পরি. (ছা.প. ও নি.) – ০৭/০৭/৬৪১ স্মারকে ১৭-০৩-২০২৫ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

একাধারে শিক্ষক, গবেষক, সমসাময়িক প্রবন্ধ লেখক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার শিক্ষা ও গবেষণার পাশাপাশি ইউনির্ভাসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সেমিনার বিষয়ক সম্পাদক, সিকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক,এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের যুগ্মসম্পাদক, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. সামিউল বগুড়া জেলার ধুনট উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী ড. নাহিদ আরজুমান বানু ৩৩তম বিসিএস (প্রাণী সম্পদ) কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়ণমূলক কর্মকান্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।