সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ বাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখায় ভোগান্তিতে পড়ে যাত্রীসাধারণ।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কোনো সময়ই নোংরা রাজনীতি করতেন না। তিনি হাওর এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। কারও সঙ্গেই তাঁর কোনো বিরোধ নেই। তাঁকে উদ্দেশ্যমূলকভাবে ওই মামলায় জড়ানো হয়েছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকার শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সহযোগিতাও করেছেন। দ্রুত তাঁকে মুক্তি না দিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়।