বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:০৩
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় উৎসবের ছোঁয়ায় রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১২, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

যতদূর চোখ যায় কেবল কাশফুল আর কাশফুল। দিনের দিগন্তজোড়া চনমনে রোদ, আকাশে কালো মেঘের আনাগোনা, পেঁজা তুলোর মতো সাদা মেঘের মানচিত্র, মাঝে মাঝে বৃষ্টির বেরসিক উৎপাত- এ হল শরৎকাল।

শরতের আকাশ, পাশাপাশি ঢাক ঢোল আর শাকের বাদ্যই বলে দেয় এসে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান ব্যবহার করে পোশাকে শতভাগ বাঙালিয়ানা নিয়ে এই উৎসবকে রাঙাতে,হয়ে গেলো পূজোর ফটোশুট। আয়োজক হিতাংশু দাস ইমন বলেন’রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি’ একঝাঁক তরুণ তরুণী মডেলদের নিয়ে ভিন্ন ধরনের একটি ফটোশুট আয়োজন করা হয়।ধর্ম যার যার উৎসব সবার। শিল্পীদের কাছে সবাই সমান।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় এ উৎসবে সবার বছর ঘুরে আসে আনন্দ। নতুন পোশাকে মডেল রা ইচ্ছে মতো পোজ দিচ্ছেন মনের মাধুরী মিশিয়ে,শুটে আশা তরুন মডেল সৈকত দাস বলেন, খুবই ভালো লাগছে কেননা নতুন রূপে ভক্তদের মন জয় করতে পারব ভিন্নভাবে। এ ভালোলাগা ভাষায় প্রকাশ করা যায় না। সবার জন্য রইল শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। সাজসজ্জার রুপকার ছিলেন আবির হাসান,ছেলেদের পাঞ্জাবি পোশাক গুলো‌ ডিজাইনার জাকারিয়া আহমেদ, জুয়েলারি সিলেট জড়োয়া হাউস, ছবির কারিগর জুবেল আহমেদ।

মডেল-বিজিত, লায়েক, সুকান্ত, প্রত্যয়।

এজেন্সি-রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।