সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের আয়োজনে ১৪ মার্চ ২০২৩ সিলেটের বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজে ‘Career Opportunities for Health Care Professionals after MPH’ (‘এমপিএইচের পর স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ক্যারিয়ারের সুযোগ’) শীর্ষক সেমিনার সফলভাবে সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. আয়েশা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে কলেজের ভাইস প্রিন্সিপাল নাদিরা বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান মুসা হালিমা বেগম।
সেশনটির কি-নোট স্পীকার ছিলেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া। স্বাস্থ্য গবেষণায় পরিসংখ্যানের সুযোগ এবং গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল হাসান।
লিডিং ইউনিভার্সিটির এমপিএইচ প্রোগ্রামের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরী।
সেমিনারে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ নার্সিং কলেজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।