মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট পতন হবে : এড. এমরান চৌধুরী

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৪, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামীলীগ সরকারের অপকর্ম ও দুঃশাসনের ফলে দেশের মানুষ আজ অতিষ্ঠ। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। ১০ দফা দাবী বাস্তবায়নে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
গতকাল বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন জাসাসের নবনিরবাচিত নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাতে আসলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে সংসদে জনগনের প্রতিনিধি না থাকার কারনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এই এলাকার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতিতেও এই জনপদের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-  সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেনম মানিক, সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগম আহবায়ক জয়নাল আহমদ রানু , সদস্য সচিব রায়হান এইচ খান, জেলা বিএনপি নেতা আহাদ চৌধুরী শামীম, উপজেলা বিএনপি সহ সভাপতি আম্বিয়া চৌঁধুরী, জজেলা যুবদল নেতা এ.বি কালাম, জেলা ছাত্রদল নেতা আজমল হোসেন অপু, জইউনিয়ন জাসাসের সভাপতি তারেক আহমদ, আল আমিন জেলা ছাত্রদল নেতা রাজেল আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।