শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:২৯

রাজপথে আন্দোলনের পাশাপশি সাংস্কৃতিক আন্দোলনও জোরালো করতে হবে : এড. এমরান চৌধুরী

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ঝুলুম ও নির্যাতনে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন পেছনে যাওয়ার সুযোগ নেই। তাই রাজপথে জোরালো আন্দোলনের পাশাপশি সাংস্কৃতিক আন্দোলনও জোরালো করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।
শুক্রবার বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাস্কৃতিক সংগঠন জাসাস নেতৃবৃন্দ সৌজন্য স্বাক্ষাতে আসলে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, নিজাম উদ্দিন তরফদার, জয়নাল আহমদ রানু, আম্বিয়া আহমদ চৌধুরী, আহাদ চৌধুরী শামিম, অর্জন ঘোষ, সুমেল আহমদ চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, আব্দুল হালিম রানা, আলাউদ্দিন আহমদ, আব্দুল হাসিব
জমসেদ, জাফর আহমদ, সাইফ উদ্দিন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।