সোমবার , ৫ জুন ২০২৩, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৩

রাজকে গালি দিয়ে মুছে ফেলা স্ট্যাটাসে কি লিখেছিলেন পরীমণি?

বিনোদন ডেস্ক
জুন ৫, ২০২৩ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

পরীমণি ও রাজের সংসার জীবন খাদের কিনারায় পা দোলাচ্ছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বানিয়ে ফেলেছেন। গণমাধ্যমে রাজ একরকম বলছেন, পরী আরেকরকম বলছেন।

চলমান কথার আক্রমণে পরীমণি যেন এক কাঠি সরেস। সামাজিক মাধ্যমে রাজকে গালি দিয়েছেন এ নায়িকা। অশ্লীল শব্দে ভরা সেই ফেসবুক পোস্টে তিনি তাকে তাদের একমাত্র সন্তান রাজ্যর নাম মুখে আনতে বারণ করেন।

শুধু তাই নয়, রাজের বান্ধবীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন পরীমণি। শেষ বাক্যে তিনি লিখেছেন, এই জগতের লোকদের অনেক কিছু দেখার বাকি আছে। আয় এবার কে কে আসবি!

পোস্টের নিচে শাহরিয়ার নাজিম জয়ের একটি ভিডিও শেয়ার করেন পরীমণি, যে ভিডিওতে রাজের একটি কল রেকর্ড ছিল। সেখানে পরীর সঙ্গে সাংসারিক জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রাজ।

যদিও কিছুক্ষণ পরেই পোস্টটি মুছে দেন পরীমণি। কী কারণে মুছে ফেলেছেন— সেটা জানা যায়নি। তবে ঘটনা যে আরও জলঘোলা করবে, তা আন্দাজ করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।