পরীমণি ও রাজের সংসার জীবন খাদের কিনারায় পা দোলাচ্ছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বানিয়ে ফেলেছেন। গণমাধ্যমে রাজ একরকম বলছেন, পরী আরেকরকম বলছেন।
চলমান কথার আক্রমণে পরীমণি যেন এক কাঠি সরেস। সামাজিক মাধ্যমে রাজকে গালি দিয়েছেন এ নায়িকা। অশ্লীল শব্দে ভরা সেই ফেসবুক পোস্টে তিনি তাকে তাদের একমাত্র সন্তান রাজ্যর নাম মুখে আনতে বারণ করেন।
শুধু তাই নয়, রাজের বান্ধবীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন পরীমণি। শেষ বাক্যে তিনি লিখেছেন, এই জগতের লোকদের অনেক কিছু দেখার বাকি আছে। আয় এবার কে কে আসবি!
পোস্টের নিচে শাহরিয়ার নাজিম জয়ের একটি ভিডিও শেয়ার করেন পরীমণি, যে ভিডিওতে রাজের একটি কল রেকর্ড ছিল। সেখানে পরীর সঙ্গে সাংসারিক জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রাজ।
যদিও কিছুক্ষণ পরেই পোস্টটি মুছে দেন পরীমণি। কী কারণে মুছে ফেলেছেন— সেটা জানা যায়নি। তবে ঘটনা যে আরও জলঘোলা করবে, তা আন্দাজ করা যায়।