সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:০৮

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ

আবিদুর রহমান
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলমের অবমাননাকর ফেইসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জের ধর্মপ্রাণ মুসলমান। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জের ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে তারা প্রতিবাদ জানায়। দুপুর দুইটায় থানাবাজার মার্কাজ মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানাবাজার পয়েন্টে পথসভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি মাওলানা আব্দুল মুছাব্বির।

উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ ও মুফতি ফখরুল ইসলাম মাসরূর এর পরিচালনায় বক্তব্য দেন ক্বওমী মাদরাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  হাফিজ জামাল উদ্দীন, সহ সাধারণ সম্পাদক  হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জামেয়া রাহমানিয়া কোম্পানীগঞ্জ এর মুহতামিম মুফতি মুহিব্বুর রহমান নুরী, টুকেরবাজার কেন্দ্রীয় জামে মাসজিদের ইমাম ও খতীব মুফতী গাজী মাসুদুর রহমান খান, দারুল হাদীস আয়শা সিদ্দিকা কোম্পানীগঞ্জ এর মুহাতামিম মুফতি হুসাইন আহমদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা সোহেল আহমদ, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা মনীরুল ইসলাম তাওহীদ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, বিজ্ঞানী জাহাঙ্গীর আলম মহানবীকে (সা.)–কে অপমান করে কার্টুন বানিয়েছেন। ফেইসবুক পোস্ট দিয়েছেন। মহানবীকে (সা.)–কে অপমান করা মানেই পুরো মুসলিম জাতিকে অপমান করা।

এর আগে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করেন উপজেলার টুকের বাজারের বাসিন্দা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউনিভার্সিটি অব হিউস্টন কলেজ অব ফার্মেসির সহকারী অধ্যাপক অণুজীব বিজ্ঞানী জাহাঙ্গীর আলম। তিনি কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফর মিয়ার ভাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।