মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১৮

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবীর শিক্ষা সঠিক পথ দেখাতে পারে: মাওলানা হাসিবুর রহমান 

আবিদুর রহমান
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা এম হাসিবুর রহমান বলেন, ঐশীগ্রন্থ পবিত্র কোরআন মহানবী (সা.)-এর ওপর নাজিল হয়। মানব জাতিকে আলোর পথে উদ্বুদ্ধ করেছে এ ঐশীগ্রন্থ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আল কোরআন ও মহানবীর শিক্ষা সঠিক পথ দেখাতে পারে। কাজেই বৈষম্যহীন সমাজ গঠনের দায়িত্ব তরুণদের নিতে হবে। 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ১২ ই রবিউল আউয়াল উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.) এর আদর্শ শীর্ষক সীরাতুন্নবী সা. সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে পেশাজীবি পরিষদ–কোম্পানীগঞ্জের ব্যানারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

সভাপতিত্ব করেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাঁঠালবাড়ি চৌমুহনীবাজার আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সামসুজ্জামান।

মাস্টার মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা হাবিবুর রহমান হাদীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাসুক আহমদ, পেশাজীবি পরিষদের জেলা সহ সভাপতি মাস্টার মো. আবুল খায়ের, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।