বিশ্বনাথ সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন নবগঠিত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় তার কাছে সংগঠনের নেতৃবৃন্দের লিখিত পরিচিতি দেয়া হয়। আজ মঙ্গলবার (১৪ই মার্চ) এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।
এছাড়াও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের বিভিন্ন কথা মনোযোগ সহকারে তিনি শুনেন।
নির্বাহী অফিসার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে বিশ্বনাথবাসীর কল্যাণে বস্ত নিষ্ঠ সংবাদ নিরপেক্ষভাবে পরিবেশনের আহবান জানান।
এসময় উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল,
সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, সহ সভাপতি এ কে এম তুহেম, সহ সভাপতি মজলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েস্তা মিয়া, কোষাধ্যক্ষ আতাউর রহমান রাসেল, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, নির্বাহী সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।