সোমবার , ৩ এপ্রিল ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:২৬

বিশ্বনাথে শিক্ষক নেতা ওয়াইছ মিয়া সংবর্ধিত

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আনহার বিন সাইদ, বিশ্বনাথ সংবাদদাতা:- বিশ্বনাথের লালটেক হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ ওয়াইছ মিয়ার ( PRL) শেষ কর্মদিবস উপলক্ষ্যে এস. এম. সি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রী পক্ষ থেকে তাকে আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এক সংবর্ধণা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের  সহকারি শিক্ষক মোঃ সুলেমান আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  পরিচালনা কমিটির সদস্য খলিলুর রহমান ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
শিক্ষক নেতা ওয়াইছ মিয়া শেষ কর্মদিবস উপলক্ষ্যে টেংরা বার্তা ও সাইদ মিডিয়া একটি সাক্ষাৎকার গ্রহণ
করে। সাক্ষাৎকার পূর্বে ওয়াইছ মিয়া বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন ও সহ- সেক্রেটারি আনহার বিন সাইদ অন্যদের সাথে ফুলের তুড়া দিয়ে অভিনন্দন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।