বিদেশে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম ছয় মাসে ১৩ হাজার অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ থেকে অভিবাসী হয়েছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি অভিবাসী কর্মীদের শীর্ষ ১০ কাজের তালিকায় উঠে এসেছে এই পেশাটি।
‘আমি প্রবাসী’ একটি বাংলাদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা অভিবাসনে স্বচ্ছতা বৃদ্ধি, অভিবাসন ব্যয় হ্রাস এবং অভিবাসন-প্রক্রিয়াকে গতিশীল করতে কাজ করছে। সম্প্রতি অভিবাসী কর্মীদের নিয়ে ‘আমি প্রবাসী’ প্রকাশিত একটি অর্ধবার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশি এই অভিবাসীদের জন্য সবচেয়ে পছন্দের গন্তব্য দেশ হলো সৌদি আরব।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ৫ লাখের বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার কর্মী সৌদি আরবকে তাঁদের পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।
এই তালিকায় মালয়েশিয়া ৯৩ হাজার কর্মরত অভিবাসী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কাতার তৃতীয় স্থানে রয়েছে, যেখানে এই সময়ে ৩৯ হাজার ৫১৭ জন কর্মী কাজের জন্য গেছেন। প্রায় ৮০ শতাংশ কর্মী ‘সাধারণ’ শ্রেণিতে পড়ে, সংখ্যায় যা ১ লাখ ৫০ হাজারের মতো। সাধারণ শ্রেণিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের কাজ অন্তর্ভুক্ত। দ্বিতীয় স্থানে রয়েছে নির্মাণকাজ, যেখানে ৬৩ হাজার ৪৬৯ জন অভিবাসী কর্মীর কর্মসংস্থান হয়েছে। ৩৩ হাজার ৭৪৮ জন কর্মী নিয়ে কারখানার কাজ তৃতীয় স্থানে রয়েছে।
প্রতিবেদনের প্রথমার্ধে আরও বলা হয়েছে, মোট অভিবাসী শ্রমিকের ১০ দশমিক ৪ শতাংশ দক্ষ, যার মধ্যে ৩ দশমিক২ শতাংশ দক্ষ পেশাজীবী, যেমন সফটওয়্যার ডেভেলপার। বাকি ৭ শতাংশ অদক্ষ অভিবাসী। অদক্ষ থেকে দক্ষ অভিবাসনের এই পরিবর্তন বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের একটি ইতিবাচক অগ্রগতি।