বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৫
আজকের সর্বশেষ সবখবর

ফুলতৈলছগাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন

আশরাফুল ইসলাম
মার্চ ২০, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম ফুলতৈলছগামের প্রবাসীদের নিয়ে গঠিত ফুলতৈলছগাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ১ বছর মেয়াদি ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে পরিষদের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ফ্রান্স প্রবাসী খুরশেদ আহমদকে সভাপতি, সৌদি আরব প্রবাসী আলী হোসেন আলী নুরকে সাধারণ সম্পাদক এবং জাকারিয়া আহমদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সভায় সদ্য সাবেক সভাপতি ডুবাই প্রবাসী শাহনুর আহমদ নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, এ কমিটি দেশ, সমাজ এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

সভায় বক্তরা বলেন, প্রবাসীরা সূর্য সন্তান, রেমিট্যান্স যোদ্ধা বটে। তাদের পরিশ্রমের অর্থ দিয়ে এলাকার উন্নয়ন করা হচ্ছে। এছাড়া ফুলতৈলছগাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ মসজিদ মাদ্রাসার উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করছে।
সভায় বক্তারা সংগঠনে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।