বুধবার , ১৯ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৫১
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রশিবিরের সিলেট মহানগরের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাঈল বিশ্ব মানবতার শত্রু, তারা যুদ্ধ বিরতির নিয়মনীতি না মেনেই গতদিন নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি তার বক্তব্য বিশ্বমোড়লদের কে ইসরাঈলের বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ এবং ওআইসি দ্রুত এর পদক্ষেপ নিবে। ইসরাঈলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানান। ছাত্রশিবিরের নেতাকর্মীরা ফিলিস্তিনের পাশে দাড়ানোর জন্য সর্বদা প্রস্তুত।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, সিলেট জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস।

মানববন্ধনের সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু এবং উক্ত মানববন্ধনে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।