সোমবার , ৬ মার্চ ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৪
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী সাংবাদিক ইব্রাহিম খলিলের সাথে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

জিতু আহমদ
মার্চ ৬, ২০২৩ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইব্রাহিম খলিলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা ইব্রাহিম খলিল। তিনি প্রেসক্লাবের উন্নয়নে আন্তরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। একুশের বই মেলায় তার প্রকাশিত বই প্রেসক্লাবে উপহার দেন। এ সময় তিনি প্রেসক্লাবের মাধ্যমে প্রতি বছর একজন শ্রেষ্ঠ সাংবাদিক বাছাই করে সম্মাননা প্রদান ও আর্থিক পুরস্কারের ঘোষণা করেন। প্রতি বছর তার ব্যক্তিগত পক্ষ থেকে এই অনুদান অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় সাংবাদিক ইব্রাহিম খলিলকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ঘোষনা করা হয়। এবং প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি লিলুউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, নির্বাহী সদস্য মো. কয়েছ মিয়া, সদস্য আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম রাফি, এমদাদুর রহমান খান, ব্যবসায়ী ফখরল ইসলাম, সমাজসেবক সিতার আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।