বুধবার , ১৩ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৩, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

#দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে- আব্দুল কাইয়ুম চৌধুরী

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষাক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলতে ভালো করে পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীরা আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদেরকে তাদের মেধা দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি আহবান জানান।

তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) শেণির শিক্ষার্থীদের নিয়ে সিলেটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং কলেজের দাতা সদস্য মো. নজমুল হোসেন।

শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শিরিনা বেগম, কলেজের শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম, লুৎফা বেগম সিমা, খাদিজা আক্তার নাজিয়া ও ফারজানা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, যুবনেতা মাহবুব আলম, শিপলু আহমদ, সাংবাদিক শাহ মো. কয়েছ আহমদ, রেজওয়ান আহমদ, প্রভাষক লাকি বেগম, প্রভাষক হুমায়ুন কবির জুয়েল,মোহাম্মদ ঈমান আলী ইমন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক ফাহমিদা ইয়াসমিন, প্রভাষক সুমনা আক্তার, প্রভাষক নাসরিন আক্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।