রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২০

নর্থ মেডিকেলের বিদেশী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ॥ সংঘর্ষে পুলিশসহ আহত ২০

দক্ষিণ সুরমা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থী ছাত্রীকে উত্যক্তের জের ধরে রবিবার রাত ৮টায় মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় উভয় পক্ষের ঢিলের আঘাতে পুলিশ সহ ২০ জন আহত হয়েছেন । সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানে ভাংচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি গাড়িও।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্ডিপুল বাদশাহ টেলিকমের শিপন নামের এক যুবক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক বিদেশী শিক্ষার্থীকে উক্ত্যক্ত করে । এ নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি শান্ত করে । এ ঘটনায় শিক্ষার্থী ,পথচারী ,ব্যবসায়ী ,পুলিশ সহ ২০জন আহত হয়েছেন ।
এ কারণে কয়েক ঘন্টা সিলেট -সুলতানপুর সড়কে যানচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলে রাত ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংখ্যক পুলিশ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।