নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষার্থী ছাত্রীকে উত্যক্তের জের ধরে রবিবার রাত ৮টায় মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় উভয় পক্ষের ঢিলের আঘাতে পুলিশ সহ ২০ জন আহত হয়েছেন । সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানে ভাংচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি গাড়িও।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্ডিপুল বাদশাহ টেলিকমের শিপন নামের এক যুবক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক বিদেশী শিক্ষার্থীকে উক্ত্যক্ত করে । এ নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি শান্ত করে । এ ঘটনায় শিক্ষার্থী ,পথচারী ,ব্যবসায়ী ,পুলিশ সহ ২০জন আহত হয়েছেন ।
এ কারণে কয়েক ঘন্টা সিলেট -সুলতানপুর সড়কে যানচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিপুল সংখ্যাক পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলে রাত ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংখ্যক পুলিশ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছিল।