বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে হেলিকপ্টারে চড়ে ফ্রান্স প্রবাসীর বিয়ে: ভিড় উৎসুক মানুষের

দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আনন্দঘন মুহূর্তকে স্মৃতির পাতায় ধরে রাখতে হেলিকপ্টারে চড়ে বিয়ের পিঁড়িতে বসলেন ফ্রান্স প্রবাসী বর রশিক আলী।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ভবানীপুর মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জ শহরস্থ পানসী রেস্টুরেন্টে বিয়ের আসরে উপস্থিত হন ফ্রান্স প্রবাসী বর রশিক আলী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কনে সোনিয়াকে নিয়ে একই মাঠে অবতরণ করেন বর । এ সময় হেলিকপ্টারে চড়ে আসা নব দম্পতিকে একনজর দেখতে সেখানে ভিড় জমান শিশু কিশোরসহ হাজারো উৎসুক জনতা। তবে ভিড় সামলাতে ও নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন এলাকার এক ঝাঁক স্বেচ্ছাসেবী।

ফ্রান্স প্রবাসী বর রশিক আলী সুনামগন্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। কনে মুরশিদা আক্তার সোনিয়া সুনামগঞ্জ পৌরসভার ৬২ আ/এ মোহাম্মদপুরের ফরিদ আহমেদের মেয়ে।

বরের মা করফুল নেছা বলেন, প্রবাসী ছেলের ব্যতিক্রমি এ বিয়ের ব্যতিক্রমি আয়োজনে আমরা পরিবারের সবাই গর্বিত। আমরা এমনটাই কামনা করছিলাম। তাদের দাম্পত্য জীবন যেনো উজ্জ্বল ও সুখময় হয়- এ কামনা সকলের প্রতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।