বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:২০

দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে- কাইয়ুম চৌধুরী

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধীকারকে কেড়ে নেয়া হয়েছিল। ফলে মানুষ নিজে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার জন্য প্রতিক্ষায় রয়েছে। দেশবাসী নিজেদের ভোট দিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে চায়, জনগণ দৃঢ়ভাবে বিশ্বাষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের অনুষ্ঠানকে মুল লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। তাই অভিলম্বে প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা আবশ্যক।

বৃহষ্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি জনগনের দল, তাই সব সময় জনগনের পাশে রয়েছে। আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোন প্রয়োজনে সব সময় মানুষের পাশে থাকেন। আমাদেরকে সার্বক্ষনিক মানুষের পাশে থাকার জন্য নির্দেশনা দেন। তাই সব সময়ের মতো এবারের এই শীত মৌসুমেও বিএনপি জনগনের পাশে রয়েছে। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সদলবলে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছে। ফ্যাসিবাদের দোসরদের জনগন দেশে পুনর্বাসনের সুযোগ দিবে না।

মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর ও উপজেলা বিএনপি নেতা আব্দুল মজিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, আব্দুল মালিক মল্লিক, কয়েস আহমদ, রিফল আহমদ, মোগলাবাজার ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, নজরুল ইসলাম, নজরুল, নজরুল ইসলাম পংখী, জামাল উদ্দিন, জুনু মিয়া, আব্দুল আহমদ পাপলু, মুহিবুর রহমান, বাবুল মিয়া, নজীর আলী, খলকু মিয়া, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, ছৈদ আলী, চুনু মিয়া, ছাহেল আহমদ, আলাউদ্দিন, আবুল মিয়া (১), আবুল মিয়া (২) রাজু আহমদ, যুবদল নেতা রাজু আহমেদ, জামাল আহমেদ জুমন, সুমন আহমদ আনছার, সাহিন আহমেদ, ফখরুল ইসলাম, বাবুল আহমেদ, ইমরান হুসেন, আলী হুসেন, ফয়সাল আহমদ, আলিম আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।