বৃহস্পতিবার , ১১ মে ২০২৩, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় কলেজছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ১১, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমায় কলেজছাত্রের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মোগালাবাজার থানাধীন সিলাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজান আলী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে সিলেট-সুলতান সড়কের সিলাম বাজারের কাছেই এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাইন উদ্দিন।

তিনি বলেন- দুর্ঘটনার পর আহত রেজানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর রেজান মারা যান। ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়- রেজান আলীর বাড়ি মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকার বাসিন্দা ও তিনি জালালপুর ডিগ্রি কলেজের ছাত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।