সিলেটে চা-বাগানের একটি গাছ থেকে বিজিত দাস (২৮) নামে এক কলেজ-কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের তারাপুর চা-বাগান থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিজিতের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তিনি গোবিন্দগঞ্জ কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন ও সিলেট নগরের বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় একটি গাছের সঙ্গে বিজিতের দেহ ঝুঁলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন- প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। তবে সে এখানে কী করে আসলো বা কী কারণে আত্মহত্যা করলো সেটি খতিয়ে দেখাসহ বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।