বুধবার , ৭ আগস্ট ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৫১

ড. ইউনূস আগামীকাল দুপুরে দেশে ফিরছেন

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দেশে ফিরছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে অ্যামিরেটসের একটি ফ্লাইটে তাঁর দেশে আসার কথা রয়েছে। আজ বুধবার বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. ইউনূসই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বঙ্গভবনে বৈঠকে সিদ্ধান্ত ড. ইউনূসই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বঙ্গভবনে বৈঠকে সিদ্ধান্ত
এদিন সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।