বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে অর্ধকোটি টাকা মূল্যের ৩২ টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অর্ধকোটি টাকা মূল্যের ৩২ টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা হাওর সীমান্ত এলাকা থেকে এগুলো আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় চোরাচালানের সময় ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ৩২ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩২ টি মহিষ আটক করা হয়েছে। আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।