সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল। তিনি ১ মে থেকে ১৫ মে পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন উদ্দিন ওমরাহ পালনে দেশের বাইরে থাকায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের বাসিন্দা এবং ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী দুলাল দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।