বুধবার , ২৯ মার্চ ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

জালালাবাদ গ্যাসের নয়া এমডি প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৯, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী যোগদান করেছেন। গত ২৮ মার্চ তিনি এ পদে যোগদান করেন।
তিনি ১৯৬৫ সালের ১লা জানুয়ারি সিলেট শহরের আম্বরখানা বড়বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডা: এ,এফ.এম সাব্বির আহমদ চৌধুরী ও মাতার নাম আয়েশা খানম চৌধুরী । তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) ডিগ্রি লাভ করে ১৯৯১ সালে সহকারি প্রকৌশলী হিসেবে জেজিটিডিএসএল-এ যোগদান করেন । তিনি এ কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। তিনি একাধিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কানাডা ,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইটালী গমন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।