বুধবার , ৩০ এপ্রিল ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:২৯

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৩০, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

#১৭ বছর ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : কয়েস লোদী

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জিয়া মঞ্চ সিলেট মহানগরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী। এসময় তিনি বলেন, এদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষো করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্তর্বতী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।

তিনি আরোও বলেন, শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলবো অতিদ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর যাবত জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।’

মানবন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।