ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের খাঁন গোষ্ঠীর ও শেখ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত সালাম মিয়ার দাফন সম্পূর্ণ হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব সাউদের গাঁও জামে মসজিদ সংলগ্ন মুহিব খাঁন এর বাড়িতে জানাযার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, ৪ মে বৃহস্পতিবার সকালে খাঁন গোষ্ঠী ও শেখ গোষ্ঠীর লোকজন মধ্যে সংঘর্ষ ঘটনায় উভয় পক্ষের ৮০ জন লোক আহত হয়। খাঁন গোষ্ঠীর পক্ষে আহত সালাম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ দিন লাইফ সাপোর্টে রাখার অবস্থায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ ঘটনার তার মৃত্যুর হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহমদ উল্লাহ ভুইঁয়া জানান,গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।