শুক্রবার , ৫ মে ২০২৩, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:০৯

জাউয়ায় মসজিদের সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতকের জাউয়াবাজার ইউনিয়নে সালিশবৈঠকে দুপক্ষের সংঘর্ষের আব্দুস সালাম খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, গ্রামের খাঁন এবং শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে মসজিদের জমির সীমানা চিহ্নিত করতে গ্রামে এক বৈঠক বসেছিল। ওই বৈঠকে খান গোষ্ঠীর মুহিব খান, মোজাম্মেল খান এবং শেখ গোষ্ঠীর জয়নাল আবেদীন, শেখ এহিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালিশকারী, শিশু, নারীসহ দুপক্ষের অন্তত ৮০ জন আহত হন।

জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আহমদ উল্লাহ ভুঁইয়া আহত আব্দুস সালামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।