শুক্রবার , ২৪ মার্চ ২০২৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:৫২

জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৪, ২০২৩ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মো. ওয়ালীউর রহমান আখঞ্জী : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাধন চন্দ্র সরকারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। জিয়াউর রহমান আখঞ্জী ও সজল চন্দ্রের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সোবল এর সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী হায়দার, অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী শামসুল আলম আখঞ্জী, সাংবাদিক রাজু আহমেদ রমজান, শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রাজনীতিবিদ জিয়াউর রহমান আখঞ্জী, সজল চন্দ্র, কাজল খাঁন, খলিন আহমেদ, চন্দন পাল, আইভী রহমান আখঞ্জী (সহকারী শিক্ষক স.প্রা.বি), মাছুম আহমেদ(সহকারী শিক্ষক স.প্রা.বি), সৌরভ তালুকদার, বিদায়ী শিক্ষার্থী রাব্বি, লাভনী, ইমা আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী শিফা আক্তার লাবনী, ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী গৌরব পাল প্রমুখ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাধন চন্দ্র সরকারের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে বিদায়ী বক্তব্য রাখেন।

এসময় শিক্ষার্থীরা তাদের জীবনের সাথে স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের ও শিক্ষকের আদর্শ, সুদীর্ঘ কর্মজীবনের গৌরবের কর্ম তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।