সিলেটে মোটরসাইকেলের টাকা নিয়ে ঝগড়ার জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন রিমন আহমদ (২০) নামে এক সিএনজিচালক। শুক্রবার রাতে গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মাইজভাগ, রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রিপন ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে। সে পেশায় সিএনজি অটোরিকশা চালক।
জানা যায়, রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ও সাদিকের মধ্যে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাঁটাকাঁটি হয়। এসময় রিমন পক্ষ নেন বদরুলের। একপর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই লুটে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিমনের বাবা বাদী হয়ে ৭ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মজির উদ্দিনের মেয়ে তাহমিনা বেগম (১৮) ও হালিমা বেগম (২০)।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুল নাসের জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আমরা ২ জনকে গ্রেপ্তার করেছি আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।