রবিবার , ১৯ মার্চ ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১৪

গাজী বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসায় রমজানে কুরআন শিক্ষা কোর্স শুরু হচ্ছে

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৯, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে কুশিঘাটের বুরহানাবাদে আদি মুসলমান শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) স্মৃতি বিজরিত জামিয়া ইসলামীয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) মাদ্রাসায় পবিত্র রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষন শিক্ষা কোর্স শুরু হচ্ছে। আঞ্জুমানে তাহসীনুল কুরআন বাংলাদেশের উদ্যোগে মহতি এ মাসে আউয়াল থেকে সনদ পর্যন্ত কুরআন শিক্ষা গ্রহনের সুযোগ করে দেওয়া হয়েছে।  

আঞ্জুমানে তাহসীনুল কুরআন বাংলাদেশের মহাসচিব ও বিজরিত জামিয়া ইসলামীয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র.) মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল কুররা আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন দা.বা. জানিয়েছেন- ২৫ শে শাবান থেকে ২ রমজান পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। পহেলা রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত প্রতিদিন ক্লাস হবে। ২৪ ও ২৫ রমজান পরীক্ষা গ্রহন করা হবে। সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত ক্বারী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া নামাজের মাসায়েল শিক্ষা দান করা হবে।

তিনি জানান- মাসব্যাপী কুরআন শিক্ষা কোর্সের তত্বাবধানে রয়েছেন আঞ্জুমানে তাহসীনুল কোরআন বাংলাদেশের সভাপতি, আমিরে শরিফত হযরত মাওলানা হাফিজ ক্বারি শাহ আতাউর রহমান হাফেজ্জী দা.বা.। বুরহানউদ্দিন মাদ্রাসা হচ্ছে আমাদের প্রধান কেন্দ্র। এই কেন্দ্রে যারা প্রশিক্ষন নেবেন তাদের থাকা-খাওয়া সম্পূর্ন ফ্রি। ভর্তির জন্য ০১৭৪৫৭১৩৬৩৯, ০১৮৪৫৪৭৪৯৬৯, ০১৭৫৮৭৬০৩০৯ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।