রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:০৮

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের চার দশক পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

#শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে- উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম বলেছেন, শিক্ষায় পিছিয়ে পড়া উপজেলা কোম্পানীগঞ্জ সরকারি চাকুরিতে অনেক পিছিয়ে। সিভিল সার্ভিসে হাতে গোনা কয়েকজন রয়েছেন। শিক্ষায় উন্নতি করতে হলে কমিটমেন্ট থাকতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। তাদেরকে নৈতিকতার পাঠ শেখাতে হবে। নতুন প্রজন্মকে আলোকিত করতে সবাইকে একসূত্রে কাজ করতে হবে।

গতকাল শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের চার দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চার দশক পূর্তি এবং কোছাপ মেধাবৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও মরহুম এম তৈয়বুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ উপলক্ষে কোছাপ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, কোছাপ শিক্ষা কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন কিংবা আরও সমৃদ্ধ করা দরকার। এজন্য ট্রাস্টের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে উদ্যোগ নিতে বলেন। কোম্পানীগঞ্জের কতজন ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে–তার একটি ডাটাবেইজ তৈরি করতে কোছাপের নেতৃবৃন্দকে পরামর্শ দেন। ধলাই সেতু, ভোলাগঞ্জ রোপওয়ে কোম্পানীগঞ্জের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এগুলো রক্ষায় উপজেলা প্রশাসনকে আরও তৎপর হতে হবে। এক্ষেত্রে ছাত্র পরিষদ সহযোগিতা করবে। কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে কোছাপের নেতৃত্বকে আরও গতিশীল ও শাণিত করতে হবে।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ ও প্রচার সম্পাদক লবীব আহমদের যৌথ সঞ্চালনায় এবং সভাপতি মো. হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, কোছাপের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মো. বদরুল আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আবুল খায়ের, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের উপজেলার আহবায়ক নূর আহমদ, উপজেলা শিবির নেতা মইনুল ইসলাম প্রমুখ।

এর আগে কোছাপের কার্যকরি সদস্য মো. আরিফুর রহমানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আজমান আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিপন আহমদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, জামায়াত নেতা ইকবাল হোসেন ইমাদ প্রমুখ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট এবং ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। পরে কেক কেটে কোছাপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।