সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। শনিবার (২৫ মার্চ) দুপুর ১টায় উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত্যু নজির মোল্লা’র ছেলে রাজ্জাক মিয়া ওরফে মস্তান (৫৬) টুকেরগাঁও গ্রামের মৃত্যু হুরন আলী’র মোহন মিয়া (৫০), শিলেরভাংঙা গ্রামের মোঃ দ্বীন ইসলাম মিয়া’র ছেলে মোঃ আল আমিন মিয়া (২৪), খায়েরগাঁও গ্রামের মৃত্যু মোঃ রাজু মিয়া’র পুত্র মোঃ জাবেদ হাসান (২৫), ইসলামপুর গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের পুত্র মোঃ বাবুল মিয়া (৫৫), ঢালারপাড় গ্রামের বকশা মিয়া’র পুত্র ফরহাদ মিয়া (২৮), দক্ষিণ রাজনগর গ্রামের মৃত্যু মোঃ গাজী রহমানের পুত্র মোঃ খাজা মইনউদ্দিন (৩০), নয়াগাঙ্গেরপাড় (ছাতিরটুক) গ্রামের মৃত্যু ইদ্রিস আলী’র পুত্র ফজলু মিয়া (৫০) টুকেরগাঁও গ্রামের মৃত্যু আবুল কালামের পুত্র মোঃ সোহেল মিয়া (২৯), ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র শাহাদাত আলী (৩৫), নয়াগাংঙ্গেরপাড় গ্রামের মৃত্যু ওসমান আলী’র পুত্র আব্দুল আলী (৩০), ইসলামপুর গ্রামের মৃত্যু হোসেন আলী’র পুত্র মোঃ ফয়জুল (৪০), টুকেরগাঁও গ্রামের আব্দুর রহিমের পুত্র
মোঃ হাসান (২৯), ইসলামপুর গ্রামের
মৃত্যু কালা মিয়া’র পুত্র মোঃ ইসলাম (৫২), শিলেরভাংঙা গ্রামের আঃ নুর হোসেনের পুত্র মোঃ ফারুক মিয়া (৩২),
ঢালারপার গ্রামের কেরামত আলী’র পুত্র রফিক (৪০), ইসলামপুর গ্রামের সাদু মিয়া’র পুত্র মোঃ এরশাদ মিয়া (২৮), টুকেরগাঁও গ্রামের মৃত্যু আশরব আলী’র পুত্র রেনু মিয়া (৪৫), মোঃ কাজল মিয়া (৪০) ও মোঃ মঞ্জুরুল হক (৩৭),
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, এসআই শাহ আলম ও এসআই জনার্দন তালুকদারের সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার পার্শ্ববর্তী একটি ঘরে অভিযান চালিয়ে ২০ জন জুয়াড়ি আটক ও ৬ হাজার ৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, কোম্পানীগঞ্জ মামলা নং-১৩।