মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৩৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা হলরুমে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ভোরের ডাক ও সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান, অর্থ সম্পাদক যুগভেরীর প্রতিনিধি আলী হোসেন, অফিস সম্পাদক এশিয়ান এক্সপ্রেসের প্রতিনিধি আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্যামল সিলেটের প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আধুনিক কাগজের প্রতিনিধি ফখর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ইনকিলাব ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল জলিল, কার্যনির্বাহী সদস্য কালবেলার প্রতিনিধি আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য ও জৈন্তা বার্তার প্রতিনিধি ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র কর্মকার, সেকেন্ড অফিসার শরীফ আহমেদ প্রমুখ।

এ সময় কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি উজায়ের আল মাহমুদ আদনান কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হোন নবাগত ওসি উজায়ের আল মাহমুদ আদনান। এর আগে তিনি কানাইঘাট থানায় ইন্সপেক্টর তদন্ত হিসাবে কর্মরত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।