সোমবার , ১৭ এপ্রিল ২০২৩, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সমাজসেবা অফিসের নগদ অর্থ বিতরণ

জিতু আহমদ
এপ্রিল ১৭, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ আর্থিক সহায়তা হিসেবে সিলেটের ওসমানীনগরে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার দয়ামীর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী ও অসহায়,হত দরিদ্র, শারিরীক, বাক-ও দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ৪৮ জনকে মোট ৯৯ হাজার ৯শ ৫০ টাকা উপজেলার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ।

উপজেলা সমাজসেবা অফিসার জয়তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা খাতে মাননীয় প্রধানমন্ত্রী অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সরকারের দেওয়া বিভিন্ন ভাতাগুলো আমরা অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারকে প্রদান করে যাচ্ছি। বর্তমান সরকারের আমলে সমাজসেবাসহ বিভিন্ন খাতে অনেক বেশী উন্নয়ন সাধিত হয়েছে।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ আইরিন আক্তার, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ নাইমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপ- সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কায়েছ আহমেদ, আমার বাড়ি আমার খামার উপজেলা সসমন্বয়কারী রুবেল আহমদ, ইউনিয়ন সমাজকর্মী এস এম মশিউর আলম মুছাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।