পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম। তবে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে আমরা সরকারি খোলার দিন অর্থাৎ ১৪ জুন স্থলবন্দর চালু রাখব।’
তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সাথে আজ বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম। আগামী ১৫ জুন রোববার থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা হবে।
তবে আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে বন্ধ আরও একদিন বাড়ানো হয়েছে। এর ফলে ১৫ জুন বন্ধ খোলা থাকলেও বন্দর কার্যক্রম পুরোদমে আগামী ১৬ জুন সোমবার থেকে চালু হবে।
তামাবিল স্থলবন্দর চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক বলেন, তামাবিল স্থলবন্দর পাথর আমদানি গ্রুপের সংগঠনের পক্ষ থেকে ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আগামী সোমবার (১৬ জুন) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।