বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন সীমান্তে রুশ যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির একজন পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমান দেশের ইউক্রেন সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে।

তিনি বলেন, একটি তদন্ত দল এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছে। টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, এসইউ-২৫ অ্যাটাক বিমানটি যুদ্ধের একটি মিশন শেষে বেলগ্রোদ অঞ্চলে ঘাঁটিতে ফিরছিল। ওই সময় এটি বিধ্বস্ত হয়, আর বিমানের পাইলট নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।