স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেছেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কাণ্ডারি। তোমাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। এইচএসসি জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাই উচ্চশিক্ষার ভিত্তি। আমার আশাবাদ, তোমরা যে স্বপ্ন নিয়ে আজ এখানে এসেছো, সেটি সার্থকতা পাবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজের অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে একাদশ শ্রেণির নবীনবরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মো.ফয়জুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জনাব অরুণ চন্দ্র পাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের, কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্কলার্সহোম সাউথ সুরমার অধ্যক্ষ নাজমুল বারী জামালী, স্কলার্সহোম পাঠানটুলা গার্লস কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান, স্কলার্সহোম প্রিপারেটরি শাখার উপাধ্যক্ষ জেবেন্নুসা জীবন।
অনুষ্ঠানের সভাপতি ও স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হক মহতী এ আয়োজনে অংশগ্রহণ করায় প্রফেসর অরুণ চন্দ্র পাল মহোদয় ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক ও বাংলা ফোক গান, দলীয় ও একক নৃত্য, নাটিকা উপস্থাপনের মাধ্যমে কলেজে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের নেতৃত্বে আয়োজন কমিটির তত্ত্বাবধানে সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এতে সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটস ও রোভার স্কাউটের সদস্যরা।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ এতে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষকবৃন্দ ও অন্যান্য শিক্ষকমন্ডলী।