বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৪
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে পদত্যাগ করলেন সিকৃবি ভিসি জামাল

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২২, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরিত পত্রে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগে গত ৫ আগস্ট থেকে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করেন।

প্রেরিত পত্রে তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ নভেম্বর ২০২২ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর
হিসেবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে
ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি চাচ্ছি।

এর আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে ২১ আগস্ট বিকেলে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে অত্র বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবিষয়ে প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা আজকের পত্রিকাকে বলেন, আমি কাল পদত্যাগপত্র জমা দিয়েছি।

উল্লেখ্য, ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রোষানল থেকে বাঁচতে ভিসি জামাল রাতের আঁধারে ক্যাম্পাস থেকে পালিয়ে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।