কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক একাত্তরের কথা ও দৈনিক মানবকন্ঠের কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদদাতা আলী হোসেনের মাতা নুরুন নেছা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
গত রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ সোমবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানতাকে সমাহিত করা হয়।
তার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।।