রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৬
আজকের সর্বশেষ সবখবর

৫০ মাসের বকেয়া পরিশোধের দাবিতে সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকুরী রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হওয়া থেকে পরিত্রাণ পেতে তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন। পরে ক্যাম্পাস থেকে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর সালাউদ্দিন বলেন, দীর্ঘ ৫০ মাস আমাদের বেতন ভাতা বন্ধ করে রাখা হয়েছে। তারপরও পাঠদান চালিয়ে যাচ্ছি। আজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচির ডাক দিবো।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী সালেহীন বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সফল হয়েছি। আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত পাঠদান করে গেলেও তারা বৈষম্যের শিকার হয়েছেন। তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দ্রুত শিক্ষকদের বেতন ভাতা ও দাবি আদায় না হলে আমরা সকল শিক্ষার্থী তাদের সাথে ঐক্য হয়ে আন্দোলন গড়ে তুলবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।