রবিবার , ২৯ অক্টোবর ২০২৩, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২৯

হরতালে হেলিকপ্টারে চড়ে বিয়ে

সিলেটের সকাল রিপোর্ট:
অক্টোবর ২৯, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

হরতাল চলাকালে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে সিলেটে এসেছিলে বিশ্বনাথের নুরুল আলম নামে এক যুক্তরাজ্য প্রবাসী। গতকাল রোববার নগরীর কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে নববধূকে সঙ্গে নিয়ে পুনরায় হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরেছেন তিনি।

জানা যায়, বর ছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুনবাজার ভাটশালার মানিক মিয়া ও জোসনা বেগমের ছেলে নুরুল আলম। সিলেট নগরীর লালাদিঘির পার এলাকার বাসিন্দা মোহাম্মদ মখলিসুর রহমান ও হেলেনা বেগমের একমাত্র মেয়ে ইভা আক্তার ইফতিয়ার সঙ্গে বিয়ে হয় তার।

বরের চাচা ফজলু মিয়া বলেন, তার শখ অনুযায়ী আমরা একটি হেলিকপ্টারে করে তাকে বিয়ে করাতে নিয়ে আসি। হরতাল থাকায় এর পরিবেশটাও খুব সুন্দর ছিল। তিনি ভাতিজার দাম্পত্য জীবনের জন্য দোয়া চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।