হবিগঞ্জের সদর উপজেলা থেকে মোঃ আল আমিন নামে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
সে হবিগঞ্জ সদর থানার উমেদনগর এলাকার মৃত শিশু মিয়ার ছেলে।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, আল আমিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত। সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতরাতে গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।