সিলেটের সুনামগঞ্জ থেকে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এসব আটক করা হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক উপজেলার তেরাপুর থেকে ১৬ টি ভারতীয় মহিষ ও কুলাউরা থেকে ৮ হাজার কেজি বাংলাদেশী সুপারি, ৪২০ কেজি রসুন এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৯৮২ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষ এবং বাংলাদেশী সুপারি ও রসুনসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হযয়েছে। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে এবং অন্যান্য চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা করা হবে।