শুক্রবার , ৫ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন:মেয়র পদে সাবেক ছাত্রলীগ নেতা কুটুসহ ৩ জনের মনোনয়ন সংগ্রহ

ডেস্ক রিপোর্ট
মে ৫, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে সোবেক ছাত্রলীগ নেতা মো. আব্দুল হানিফ কুটুসহ অপর ২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি দুই প্রার্থী হলেনী মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।
আগামী ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে সিসিক নির্াচন। এ লক্ষ্যে গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা) কাউন্সিলর পদে ৪১ জন ও সাধারণ ওয়ার্ডে (পুরুষ) কাউন্সিলর পদে ১৪০ জন মনোনয়ন সংগ্রহ করেন।

এদিকে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৪ সদস্য বিশিষ্ট জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে (অফিস) মিডিয়া সেল গঠন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রীক তথ্য সাংবাদিকদের সরবরাহের লক্ষ্যে এ সেল গঠন করা হয়েছে বলে জানা গেছে।
৪ সদস্য বিশিষ্ট কর্মকর্তারা হলেন, সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ, জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আলী হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।