সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে সোবেক ছাত্রলীগ নেতা মো. আব্দুল হানিফ কুটুসহ অপর ২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি দুই প্রার্থী হলেনী মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।
আগামী ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে সিসিক নির্াচন। এ লক্ষ্যে গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা) কাউন্সিলর পদে ৪১ জন ও সাধারণ ওয়ার্ডে (পুরুষ) কাউন্সিলর পদে ১৪০ জন মনোনয়ন সংগ্রহ করেন।
এদিকে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ৪ সদস্য বিশিষ্ট জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে (অফিস) মিডিয়া সেল গঠন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রীক তথ্য সাংবাদিকদের সরবরাহের লক্ষ্যে এ সেল গঠন করা হয়েছে বলে জানা গেছে।
৪ সদস্য বিশিষ্ট কর্মকর্তারা হলেন, সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ, জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আলী হোসেন।