শুক্রবার , ১০ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২২-২০০২৩’ এর ফাইনাল খেলা অুনষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনে মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলা পুলিশকে টাইব্রেকারে হারিয়ে সিলেট জেলা পুলিশ বিজয় লাভ করে।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে ব্যপাক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা গেছে। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডি.আইজি এম এ জলিল।

এসময় বক্তারা বলেন,আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুন্দর সমাজ বিনির্মানে সকল কাজের অংশদ্বারিত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সিলেট রেঞ্জ পুলিশের সদস্যরা। খেলাধূলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে পুলিশ সদস্যদের উৎফুল্ল করে সুষ্ট দায়িত্ব পালন ও নিজেদের পেশাদারিত্ব প্রদর্শনে ব্যাপক ভূমিকা পালনের আশাবাদ করেন তারা।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুফিয়ান, রফিকুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বনিক প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।