বুধবার , ৮ জানুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৬

সিলেট বইমেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৮, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১১ দিনব্যাপী ‘৬ষ্ঠ সিলেট বইমেলা-২৫’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করা হয়।

বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লেখক কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ব জ্বালানী তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক, প্রাবন্ধিক ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবি কালাম আজাদ ও স্বাগত বক্তব্য রাখেন বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কবি ও কথা সাহিত্যিক দেলোয়ারা বেগম, ছড়াকার শাহাদাত বখত শাহেদ, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল, আলোর অন্বেষণ’র সভাপতি কবি সাজন আহমদ সাজু, লিয়াকত আলী খান, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, কবি, ছড়াকারসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ৭ জানুয়ারী থেকে শুরু হওয়া বইমেলা চলবে ১৭ জানুয়ারী পর্যন্ত। কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলায় পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।