বৃহস্পতিবার , ১ মে ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:১৬

সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মে ১, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সিলেট নগরের শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অ্যাডভোকেট মাহফুজুর রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, গত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। একারণে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন থানায় আছেন। দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।