রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৫২

সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

সিলেটের সকাল রিপো র্ট:
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও সুনামগঞ্জে রবিবার বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৩ জন ও সুনামগঞ্জে ৪ জনের মৃত্যু হয়েছে।
সিলেটের সদর উপজেলার বজ্রপাতে কৃষক আনসার আলী ও কোম্পানীগঞ্জে মাসুক আহমদে এবং বিশ^নাথে এমসি কলেজের শিক্ষার্থী রেদওয়ান আহমদ (১৯)-এর মৃত্যু হয়েছে।
এছাড়া, সুনামগঞ্জে বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলার পলিরচর গ্রামের জালাল মিয়া (৩০), একই গ্রামের জসিম উদ্দিন (২৮), জেলার জামালগঞ্জ উপজেলার কালাগোজা গ্রামের শরিফ মিয়া (৩৫) এবং ছাতক মল্লিকপুর গ্রামের পাশের হাওরে সুন্দর আলী(৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে বিশ্বম্ভরপুরে একজন মারা গেছে।

এসএমপির শাহপরান থানার ওসি মনির হোসেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বজ্রপাতে তাদের এলাকায় একজন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।