রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২২

সিলেটে ১৭ হাজার ৫৪২ কেজি ভারতীয় চিনিসহ ট্রাক চালক আটক

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১৭ হাজার ৫৪২ কেজি ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুরস্থ সেনানিবাসের মেইন গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আশরাফুল আলম (৪৫) ঢাকার ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামের মো. হেলাল উদ্দিন ব্যাপারীর ছেলে। সে ওই ট্রাকের চালক।

পুলিশ জানায়, রোববার ভোররাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুরস্থ সেনানিবাসের মেইন গেট থেকে ২৫০ গজ উত্তরে পাকা রাস্তায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি হলুদ রঙের বড় ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। সেখানে তল্লাশী করে বালুর নিচে ৩৫৮ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যেগুলো প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৭ হাজার ৫৪২ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫ হাজার ৪০ টাকা। সেখানে ৯০০ টাকা মূল্যের ৩০ ফুট মোটা বালু উদ্ধার করা হয় আর ওই ট্রাকটি জব্দ করা হয়।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ওই মালামালের প্রকৃত মালিক সিলেটের জৈন্তাপুরের হরিপুরের স্বপন (৪১)। আটককৃত ট্রাক চালককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।